২৪/৬/২০২২
আবেগময় সূরা আল কাহাফ তিলাওয়াত বাংলা সাবটাইটেল ও অনুবাদ সহ। beautiful surah al kahf recited by omar hisham al arabi and published by #htr with Bangla text and translation.
সূরা সংক্রান্ত আলোচনা:
নামকরণঃ
এ সূরার নাম সূরা আল-কাহাফ। কারণ সূরার মধ্যে কাহাফ বা গুহাবাসীদের আলোচনা স্থান পেয়েছে। ‘কাহফ’ মানে গুহা। এই সূরাতে গুহার অধিবাসীদের ঘটনাকে তুলে ধরা হয়েছে, তাই এই সূরার নাম ‘কাহ্ফ’ হয়েছে। এই সূরার প্রথম দশ আয়াতের এবং শেষের দশ আয়াতের ফযীলতের কথা হাদীসসমূহে এইভাবে বর্ণিত হয়েছে যে, ‘‘যে ব্যক্তি ঐ আয়াতগুলো মুখস্থ করবে এবং পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে।’’ (সহীহ মুসলিম, সূরা কাহ্ফের ফযীলত) ‘‘যে ব্যক্তি জুমআর দিনে সূরা কাহ্ফ পড়বে, তার জন্য আগামী জুমআহ পর্যন্ত একটি বিশেষ জ্যোতি আলোকিত হয়ে থাকবে।’’ (মুস্তাদরাক হাকেম ২/৩৬৮, সহীহুল জামে’ ৬৪৭০নং) এই সূরা পড়লে বাড়ীতে শান্তি ও বরকত নাযিল হয়। একদা এক সাহাবী (রাঃ) (বাড়ীতে) সূরা কাহ্ফের তেলাঅত করছিলেন, বাড়ীতে একটি ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ সে চকে উঠল। তিনি (সাহাবী) গভীরভাবে দেখতে লাগলেন, ব্যাপার কি? তাঁর নজরে পড়ল একটি মেঘখন্ড যা তাকে ঢেকে রেখেছিল। সাহাবী (রাঃ) এই ঘটনা যখন নবী (সাঃ)-কে বর্ণনা করলেন, তখন তিনি বললেন, ‘‘এই সূরা পড়। কুরআন পড়ার সময় প্রশান্তি অবতীর্ণ হয়।’’
(সহীহ বুখারী, সূরা কাহ্ফের ফযীলত, সহীহ মুসলিমঃ নামায অধ্যায়)
আয়াত সংখ্যাঃ ১১০ ৷
নাযিল হওয়ার স্থানঃ
সূরা আল-কাহাফ মক্কায় নাযিল হয়েছে। [কুরতুবী]
সূরার কিছু বৈশিষ্ট্যঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “যে ব্যক্তি সূরা আল-কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফেৎনা থেকে নিরাপদ থাকবে।” [আবু দাউদঃ ৪৩২৩, আহমাদঃ ৬/৪৪৯] অন্য এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “যে ব্যক্তি সূরা কাহফের শেষ দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফেৎনা থেকে মুক্ত থাকবে। [মুসলিমঃ ৮০৯] অন্য এক হাদীসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, এক লোক সূরা আল-কাহাফ পড়ছিল তার ঘরে ছিল একটি বাহন। বাহনটি বারবার পালাচ্ছিল। সে তাকিয়ে দেখল যে, মেঘের মত কিছু যেন তাকে ঢেকে আছে। সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা বর্ণনা করার পর রাসূল বললেনঃ হে অমুক! তুমি পড়। এটাতো কেবল ‘সাকীনাহ’ বা প্রশান্তি যা কুরআন পাঠের সময় নাযিল হয়৷ [বুখারীঃ ৩৬১৪, মুসলিমঃ ৭৯৫]। অন্য হাদীসে এসেছে, যে কেউ শুক্রবারে সূরা আল-কাহাফ পড়বে পরবর্তী জুম'আ পর্যন্ত সে নূর দ্বারা আলোকিত থাকবে। [মুস্তাদরাকে হাকিমঃ ২/৩৬৮, সুনান দারমী ২/৪৫৪] অপর হাদীসে এসেছে, ‘যেভাবে সূরা আল-কাহাফ নাযিল হয়েছে সেভাবে কেউ তা পড়লে সেটা তার জন্য কিয়ামতের দিন নূর বা আলোকবর্তিকা হবে। [মুস্তাদরাকে হাকিমঃ ১/৫৬৪]
——————————————
আলোচ্য বিষয়াবলী পৃথককরণ:
0:28 : প্রথম ৮আয়াত আল্লাহর প্রসংশা। তারপর জান্নাতের সুসংবাদ ও মুশরিকদের জন্য জাহান্নাম সম্পর্কে সতর্কবার্তা। বিশেষত, আল্লাহকে সন্তানের অপবাদ (নাউযুবিল্লাহ) মিথ্যা সাব্যস্তকরণ ইত্যাদি। তারপর পৃথিবীতে জীবনযাপনের উদ্দেশ্য। তারপর পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া।
2:14 : ২৬তম আয়াত পর্যন্ত আসহাবে কাহফ ও তাদের কুকুরের আলোচনা।
10:51 : ৩১তম আয়াত পর্যন্ত সত্যের ওপর দৃঢ়তা ও ধৈর্য ধরার নির্দেশ ও উৎসাহ প্রদান করা হয়েছে। পাপী ও প্রবৃত্তির অনুসারীদের থেকে বিমুখতার আলোচনা। তারপর সত্য বলার প্রতি উদ্ভুদ্ধ করা হয়েছে এবং জালিমদের ভয়াবহ শাস্তি প্রদান ও মুত্তাকিদের জান্নাত প্রদান ও তার নিয়ামত সম্পর্কে আলোচনা।
13:55 : ৪৬তম আয়াত পর্যন্ত দুনিয়াতে দুই জান্নাতের অধিকারী ব্যক্তির ঘটনা উল্লেখ করা হয়েছে। সেই জান্নাত নিয়ে তার সাথীর কাছে অহংকার প্রকাশ। তখন সাথী তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিল। কুফরী সম্পর্কে সতর্ক করল। পরবর্তীতে সে জান্নাত হারাল এবং কুফরীর জন্য আফসোস করল। তারপর পার্থিব জীবনের পরিসমাপ্তির আলোচনা। ধনসম্পদ, সন্তানসন্ততির কাজে আসা না-আসার আলোচনা।
19:05 : ৫৯তম আয়াত পর্যন্ত কওয়াত, হাশরের মাঠ ও হিসাব গ্রহণ সম্পর্কের আলোচনা। মানুষের সামনে তার সকল কর্ম উপস্থাপন করা হবে। সেদিন শুধু ন্যায়বিচারই করা হবে। তারপর মানুষের প্রতি শয়তানের কুমন্ত্রণা। শয়তান কাফেরদের অবিভাবক হওয়া এবং মুশরিকদের খেসারত ও ভ্রষ্টতা। তারপর কিছু দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ তায়ালা।আরও আছে শয়তানের আদম আঃকে সেজদা করতে অস্বীকৃতি জানানোর আলোচনা।
24:59 : ৮২তম আয়াত পর্যন্ত মুসা আঃ ও খিজির আঃ এর চমৎকার আলোচনা।
31:53 : ৯৮তম আয়াত পর্যন্ত যুলকারনাইন ও ইয়াজুজ মাজুজ এর ঘটনা।
35:56 : শেষ কয়েক আয়াত কেয়ামত ও তার আলামত। তারপর হিসাব গ্রহণের দিনের একটা চিত্র। কাফিরদের ভয় দেখানো। তারপর জান্নাত মুমিনদের আশ্রয়স্থল হওয়া। সমুদ্রের সকল পানি কালি হলেও আল্লাহর কথা শেষ হবে না। তারপর নবীজিকে মানুষ হিসেবে সতর্কতা ও সুসংবাদের জন্য প্রেরণ। তিনি মানুষকে তাওহীদের প্রতি আহবান করেন।...
——————————————
আমাদের সকল সোশ্যাল প্লাটফর্ম:
ইউটিউব: https://youtube.com/c/HTR_sub
ফেইসবুক: https://www.facebook.com/hearttoching22/
টেলিগ্রাম: https://t.me/htrBD
ইন্সটাগ্রাম: https://instagram.com/htr_heart_touching_recitation?igshid=YmMyMTA2M2Y=
টিকটক: tiktok.com/@htr_subtitle
#quran #surahalkahf #omarhishamalarabi
জাযাকুমুল্লাহ!