৩০/৬/২০২২
সূরা আল ফাতাহ বাংলা অনুবাদ ও সাবটাইটেল।
তিলাওয়াত: যাইন আবু কাউসার।
সাবটাইটেল যোগ ও পাবলিশ: #htr
Surah al fath ( سورة الفتح) with Bangla text and translation recited by zain abu kautsar published by HTR
———————————————
সূরা আল-ফাত্হ [1]
(মদীনায় অবতীর্ণ)
[1] ‘ফাত্হ’ মানে বিজয়। ৬ষ্ঠ হিজরী সনে রাসূলুল্লাহ (সাঃ) প্রায় চৌদ্দশ সাহাবায়ে কিরাম সহ উমরার উদ্দেশ্যে মক্কা যাত্রা করেন। কিন্তু মক্কার সন্নিকটে হুদাইবিয়া নামক স্থানে কাফেররা নবী করীম (সাঃ)-কে বাধা দেয় এবং তাঁকে উমরাহ করা থেকে বিরত রাখে। তিনি উসমান (রাঃ)-কে স্বীয় প্রতিনিধি হিসাবে মক্কায় পাঠান। যাতে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তাদেরকে মুসলিমদের উমরাহ করার অনুমতি দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেন। কিন্তু উসমান (রাঃ)-এর মক্কা গমনের পর তাঁর শহীদ হওয়ার গুজব রটে গেল। তাই নবী (সাঃ) উসমান (রাঃ)-এর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবায়ে কিরামদের কাছে ‘বাইআত’ (শপথ) গ্রহণ করলেন। যেটাকে ‘বায়আতে রিযওয়ান’ বলা হয়। পরে এ গুজব ভুল প্রমাণিত হল। তবে মক্কার কাফেররা উমরাহ করার অনুমতি দিল না এবং মুসলিমরা আগামী বছরের প্রতিশ্রুতির ভিত্তিতে ফিরে যাওয়ার ইচ্ছা করলেন। সেখানেই তাঁরা নিজেদের মাথার চুল নেড়া ও কুরবানী করে নিলেন। কাফেরদের সাথে আরো কিছু কথার চুক্তি হল, যা অধিকাংশ সাহাবার অপছন্দনীয় ছিল।
কিন্তু রসূল (সাঃ)-এর দূরদৃষ্টি তার অদূর ভবিষ্যতের শুভ পরিণামের কথা অনুমান করে কাফেরদের শর্তাবলীর উপরেই সন্ধি করে নেওয়াকে উত্তম মনে করল। হুদাইবিয়া থেকে মদীনা ফেরার পথে এই সূরাটি অবতীর্ণ হয়। এতে সংঘটিত ঐ সন্ধিকে ‘স্পষ্ট বিজয়’ বলে আখ্যায়িত করা হয়। কেননা, এই সন্ধিই মক্কা বিজয়ের সূচনারূপে সাব্যস্ত হয় এবং এর দু’বছর পরেই মুসলিমরা বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেন। এই জন্যই কোন কোন সাহাবা বলতেন যে, তোমরা মক্কা বিজয়কে বিজয় মনে কর, কিন্তু আমরা হুদাইবিয়ার সন্ধিকে বিজয় মনে করি। নবী করীম (সাঃ) এই সূরাটির ব্যাপারে বলেছেন যে, আজ রাতে আমার উপর এমন একটি সূরা অবতীর্ণ হয়েছে, যা দুনিয়াতে ও তার মধ্যেকার সমস্ত বস্তুর চেয়েও আমার কাছে প্রিয়। (বুখারীঃ মাগাযী অধ্যায়)
——————————
আমাদের সকল সোশ্যাল প্লাটফর্ম:
ইউটিউব: https://youtube.com/c/HTR_sub
ফেইসবুক: https://www.facebook.com/hearttoching22/
টেলিগ্রাম: https://t.me/htrBD
ইন্সটাগ্রাম: https://instagram.com/htr_heart_touching_recitation?igshid=YmMyMTA2M2Y=
#surahalfath #quran