৫/৭/২০২২
নাম: সূরা মারইয়াম
ক্বারী: ওমর হিশাম আল আরাবী।
অনুবাদ সংগ্রহ: www.hadithbd.com
অনুবাদ ও সাবটাইটেল যোগ: HTR
Surah maryam ( سورة مريم ) with Bangla text and subtitle / translation by omar hishm al arabi published by #htr
____________
সূরা সম্পর্কে আলোচনাঃ
সূরা মারয়্যাম (মক্কায় অবতীর্ণ)
হাবশার হিজরতের ঘটনায় বলা হয়েছে যে, হাবশার বাদশাহ নাজাশী ও তাঁর পারিষদবর্গের সামনে যখন জা’ফর বিন আবু তালিব (রাঃ) সূরা মারয়্যামের প্রাথমিক কিছু আয়াত পাঠ করে শুনালেন, তখন তাঁদের চক্ষুর অশ্রুতে দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছিল এবং নাজাশী বলেছিলেন, এই কুরআন ও ঈসা (আঃ) যা আনয়ন করেছিলেন, তা একই মশালের আলো। (ফাতহুল কাদীর)
আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেনঃ বনী ইসরাইল, আল-কাহফ, মারইয়াম, ত্বা-হা এবং আম্বিয়া এগুলো আমার সবচেয়ে প্রাচীন সম্পদ বা সর্বপ্রথম পুঁজি। [বুখারীঃ ৪৭৩৯] তাই এ সূরাসমূহের গুরুত্বই আলাদা। তন্মধ্যে সূরা মারইয়ামের গুরুত্ব আরো বেশী এদিক দিয়েও যে, এ সূরায় ঈসা আলাইহিস সালাম ও তার মা সম্পর্কে স্পষ্ট বর্ণনা দেয়া হয়েছে। যা অনুধাবন করলে নাসারাদের ঈমান আনা সহজ হবে। উম্মে সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহা বলেনঃ হাবশার রাজা নাজাসী জাফর ইবন আবি তালিবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে তিনি (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন তার কিছু কি আছে? উম্মে সালামাহ বলেন, তখন জাফর ইবন আবি তালিব বললেনঃ হ্যাঁ। নাজাসী বললেনঃ আমাকে তা পড়ে শোনাও। জাফর ইবন আবি তালিব তখন কাফ-হা-ইয়া-আইন-সাদ থেকে শুরু করে সূরার প্রথম অংশ শোনালেন। উম্মে সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহা বলেনঃ আল্লাহর শপথ করে বলছি, এটা শোনার পর নাজাসী এমনভাবে কাঁদতে থাকল যে, তার চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। তার দরবারের আলেমরাও কেঁদে ফেলল। তারা তাদের ধর্মীয় কিতাবসমূহ বন্ধ করে নিল। তারপর নাজাসী বললঃ “অবশ্যই এটা এবং যা মূসা নিয়ে এসেছে সবই একই তাক থেকে বের হয়েছে।’ [মুসনাদে আহমাদ: ৫/৩৬৬–৩৬৮]
__________
আমাদের সকল সোশ্যাল প্লাটফর্ম:
ইউটিউব: https://youtube.com/c/HTR_sub
ফেইসবুক: https://www.facebook.com/hearttoching22/
টেলিগ্রাম: https://t.me/htrBD
ইন্সটাগ্রাম: https://instagram.com/htr_heart_touching_recitation?igshid=YmMyMTA2M2Y=
___________
#surahmaryam #omarhishamalarabi