سُورَةُ الكَافِرُونَ

আল কাফিরুন - The Disbelievers

অবতীর্ণ: মক্কী | আয়াত: ৬

Bismillahir rahim

قُلۡ یَـٰۤأَیُّهَا ٱلۡكَـٰفِرُونَ ١

বলুন, হে কাফেরকূল,

আয়াত ১ | পৃষ্ঠা৬০৩ | পারা ৩০

لَاۤ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ٢

আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।

আয়াত ২ | পৃষ্ঠা৬০৩ | পারা ৩০

وَلَاۤ أَنتُمۡ عَـٰبِدُونَ مَاۤ أَعۡبُدُ ٣

এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি

আয়াত ৩ | পৃষ্ঠা৬০৩ | পারা ৩০

وَلَاۤ أَنَا۠ عَابِدࣱ مَّا عَبَدتُّمۡ ٤

এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।

আয়াত ৪ | পৃষ্ঠা৬০৩ | পারা ৩০

وَلَاۤ أَنتُمۡ عَـٰبِدُونَ مَاۤ أَعۡبُدُ ٥

তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।

আয়াত ৫ | পৃষ্ঠা৬০৩ | পারা ৩০

لَكُمۡ دِینُكُمۡ وَلِیَ دِینِ ٦

তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

আয়াত ৬ | পৃষ্ঠা৬০৩ | পারা ৩০