আল ফাতিহা
الفاتحة
আল বাকারাহ
البقرة
আল ইমরান
آل عمران
আন নিসা
النساء
আল মায়িদাহ
المائدة
আল আনআম
الأنعام
আল আরাফ
الأعراف
আল আনফাল
الأنفال
আত তাওবাহ
التوبة
ইউনুস
يونس
হুদ
هود
ইউসুফ
يوسف
আর রাদ
الرعد
ইব্রাহিম
ابراهيم
আল হিজর
الحجر
আন নাহল
النحل
আল ইসরা
الإسراء
আল কাহফ
الكهف
মারইয়াম
مريم
তাহা
طه
আল আম্বিয়া
الأنبياء
আল হাজ্জ
الحج
আল মুমিনুন
المؤمنون
আন নূর
النور
আল ফুরকান
الفرقان
আশ শু'আরা
الشعراء
আন নামল
النمل
আল কাসাস
القصص
আল আনকাবুত
العنكبوت
আর রুম
الروم
লোকমান
لقمان
আস সাজদা
السجدة
আল আহযাব
الأحزاب
সাবা
سبإ
ফাতির
فاطر
ইয়া-সীন
يس
আস সাফফাত
الصافات
সাদ
ص
আয্-যুমার
الزمر
গাফির
غافر
হা-মীম আস সাজদা
فصلت
আশ শূরা
الشورى
আয্-যুখরুফ
الزخرف
আদ-দুখান
الدخان
আল জাসিয়া
الجاثية
আল আহকাফ
الأحقاف
মুহাম্মাদ
محمد
আল ফাতহ
الفتح
আল হুজুরাত
الحجرات
কাফ
ق
আয-যারিয়াত
الذاريات
আত্ব তূর
الطور
আন নজম
النجم
আল কামার
القمر
আর রহমান
الرحمن
আল ওয়াকিয়া
الواقعة
আল হাদীদ
الحديد
আল মুজাদালাহ
المجادلة
আল হাশর
الحشر
আল মুমতাহিনা
الممتحنة
আস সাফ
الصف
আল জুমু'আ
الجمعة
আল মুনাফিকুন
المنافقون
আত-তাগাবুন
التغابن
আত তালাক
الطلاق
আত তাহরীম
التحريم
আল মুলক
الملك
আল কলম
القلم
আল হাক্কা
الحاقة
আল মা'আরিজ
المعارج
নূহ
نوح
আল জিন
الجن
আল মুযযাম্মিল
المزمل
আল মুদ্দাসসির
المدثر
আল কিয়ামাহ
القيامة
আল ইনসান
الانسان
আল মুরসালাত
المرسلات
আন নাবা
النبأ
আন নাযিয়াত
النازعات
আবাসা
عبس
আত তাকভীর
التكوير
আল ইনফিতার
الإنفطار
আল মুতাফফিফিন
المطففين
আল ইনশিকাক
الإنشقاق
আল বুরুজ
البروج
আত তারিক
الطارق
আল আ'লা
الأعلى
আল গাশিয়া
الغاشية
আল ফাজর
الفجر
আল বালাদ
البلد
আশ শামস
الشمس
আল লাইল
الليل
আদ দোহা
الضحى
আল ইনশিরাহ
الشرح
আত তীন
التين
আল আলাক
العلق
আল কাদর
القدر
আল বাইয়্যিনাহ
البينة
আয যালযালাহ
الزلزلة
আল আদিয়াত
العاديات
আল কারিয়াহ
القارعة
আত তাকাসুর
التكاثر
আল আসর
العصر
আল হুমাযাহ
الهمزة
আল ফীল
الفيل
কুরাইশ
قريش
আল মাউন
الماعون
আল কাওসার
الكوثر
আল কাফিরুন
الكافرون
আন নাসর
النصر
আল মাসাদ
المسد
আল ইখলাস
الإخلاص
আল ফালাক
الفلق
আন নাস
الناس
অবতীর্ণ: মক্কী | আয়াত: ২২৭
طسۤمۤ ١
ত্বা, সীন, মীম।
আয়াত ১ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
تِلۡكَ ءَایَـٰتُ ٱلۡكِتَـٰبِ ٱلۡمُبِینِ ٢
এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
আয়াত ২ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
لَعَلَّكَ بَـٰخِعࣱ نَّفۡسَكَ أَلَّا یَكُونُوا۟ مُؤۡمِنِینَ ٣
তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।
আয়াত ৩ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَیۡهِم مِّنَ ٱلسَّمَاۤءِ ءَایَةࣰ فَظَلَّتۡ أَعۡنَـٰقُهُمۡ لَهَا خَـٰضِعِینَ ٤
আমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে।
আয়াত ৪ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
وَمَا یَأۡتِیهِم مِّن ذِكۡرࣲ مِّنَ ٱلرَّحۡمَـٰنِ مُحۡدَثٍ إِلَّا كَانُوا۟ عَنۡهُ مُعۡرِضِینَ ٥
যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
আয়াত ৫ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
فَقَدۡ كَذَّبُوا۟ فَسَیَأۡتِیهِمۡ أَنۢبَـٰۤؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ یَسۡتَهۡزِءُونَ ٦
অতএব তারা তো মিথ্যারোপ করেছেই; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে।
আয়াত ৬ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
أَوَلَمۡ یَرَوۡا۟ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِیهَا مِن كُلِّ زَوۡجࣲ كَرِیمٍ ٧
তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ-বস্তু কত উদগত করেছি।
আয়াত ৭ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
إِنَّ فِی ذَ ٰلِكَ لَـَٔایَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِینَ ٨
নিশ্চয় এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত ৮ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِیزُ ٱلرَّحِیمُ ٩
আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু।
আয়াত ৯ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
وَإِذۡ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰۤ أَنِ ٱئۡتِ ٱلۡقَوۡمَ ٱلظَّـٰلِمِینَ ١٠
যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;
আয়াত ১০ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
قَوۡمَ فِرۡعَوۡنَۚ أَلَا یَتَّقُونَ ١١
ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?
আয়াত ১১ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
قَالَ رَبِّ إِنِّیۤ أَخَافُ أَن یُكَذِّبُونِ ١٢
সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশংকা হচ্ছে যে, তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে।
আয়াত ১২ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
وَیَضِیقُ صَدۡرِی وَلَا یَنطَلِقُ لِسَانِی فَأَرۡسِلۡ إِلَىٰ هَـٰرُونَ ١٣
এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।
আয়াত ১৩ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
وَلَهُمۡ عَلَیَّ ذَنۢبࣱ فَأَخَافُ أَن یَقۡتُلُونِ ١٤
আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যে, তারা আমাকে হত্যা করবে।
আয়াত ১৪ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
قَالَ كَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔایَـٰتِنَاۤۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ ١٥
আল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।
আয়াত ১৫ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
فَأۡتِیَا فِرۡعَوۡنَ فَقُولَاۤ إِنَّا رَسُولُ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ ١٦
অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।
আয়াত ১৬ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِیۤ إِسۡرَ ٰۤءِیلَ ١٧
যাতে তুমি বনী-ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।
আয়াত ১৭ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
قَالَ أَلَمۡ نُرَبِّكَ فِینَا وَلِیدࣰا وَلَبِثۡتَ فِینَا مِنۡ عُمُرِكَ سِنِینَ ١٨
ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন-পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।
আয়াত ১৮ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
وَفَعَلۡتَ فَعۡلَتَكَ ٱلَّتِی فَعَلۡتَ وَأَنتَ مِنَ ٱلۡكَـٰفِرِینَ ١٩
তুমি সেই-তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।
আয়াত ১৯ | পৃষ্ঠা৩৬৭ | পারা ১৯
قَالَ فَعَلۡتُهَاۤ إِذࣰا وَأَنَا۠ مِنَ ٱلضَّاۤلِّینَ ٢٠
মূসা বলল, আমি সে অপরাধ তখন করেছি, যখন আমি ভ্রান্ত ছিলাম।
আয়াত ২০ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِی رَبِّی حُكۡمࣰا وَجَعَلَنِی مِنَ ٱلۡمُرۡسَلِینَ ٢١
অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন।
আয়াত ২১ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
وَتِلۡكَ نِعۡمَةࣱ تَمُنُّهَا عَلَیَّ أَنۡ عَبَّدتَّ بَنِیۤ إِسۡرَ ٰۤءِیلَ ٢٢
আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনী-ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।
আয়াত ২২ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَـٰلَمِینَ ٢٣
ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?
আয়াত ২৩ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالَ رَبُّ ٱلسَّمَـٰوَ ٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَیۡنَهُمَاۤۖ إِن كُنتُم مُّوقِنِینَ ٢٤
মূসা বলল, তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও।
আয়াত ২৪ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالَ لِمَنۡ حَوۡلَهُۥۤ أَلَا تَسۡتَمِعُونَ ٢٥
ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না?
আয়াত ২৫ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَاۤىِٕكُمُ ٱلۡأَوَّلِینَ ٢٦
মূসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা।
আয়াত ২৬ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِیۤ أُرۡسِلَ إِلَیۡكُمۡ لَمَجۡنُونࣱ ٢٧
ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।
আয়াত ২৭ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَیۡنَهُمَاۤۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ٢٨
মূসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝ।
আয়াত ২৮ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالَ لَىِٕنِ ٱتَّخَذۡتَ إِلَـٰهًا غَیۡرِی لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِینَ ٢٩
ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।
আয়াত ২৯ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَیۡءࣲ مُّبِینࣲ ٣٠
মূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?
আয়াত ৩০ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالَ فَأۡتِ بِهِۦۤ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِینَ ٣١
ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।
আয়াত ৩১ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِیَ ثُعۡبَانࣱ مُّبِینࣱ ٣٢
অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।
আয়াত ৩২ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
وَنَزَعَ یَدَهُۥ فَإِذَا هِیَ بَیۡضَاۤءُ لِلنَّـٰظِرِینَ ٣٣
আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো।
আয়াত ৩৩ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥۤ إِنَّ هَـٰذَا لَسَـٰحِرٌ عَلِیمࣱ ٣٤
ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।
আয়াত ৩৪ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
یُرِیدُ أَن یُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ ٣٥
সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি?
আয়াত ৩৫ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
قَالُوۤا۟ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِی ٱلۡمَدَاۤىِٕنِ حَـٰشِرِینَ ٣٦
তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন।
আয়াত ৩৬ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
یَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِیمࣲ ٣٧
তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।
আয়াত ৩৭ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِیقَـٰتِ یَوۡمࣲ مَّعۡلُومࣲ ٣٨
অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল।
আয়াত ৩৮ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
وَقِیلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ ٣٩
এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও।
আয়াত ৩৯ | পৃষ্ঠা৩৬৮ | পারা ১৯
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُوا۟ هُمُ ٱلۡغَـٰلِبِینَ ٤٠
যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি-যদি তারাই বিজয়ী হয়।
আয়াত ৪০ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
فَلَمَّا جَاۤءَ ٱلسَّحَرَةُ قَالُوا۟ لِفِرۡعَوۡنَ أَىِٕنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَـٰلِبِینَ ٤١
যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?
আয়াত ৪১ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذࣰا لَّمِنَ ٱلۡمُقَرَّبِینَ ٤٢
ফেরাউন বলল, হঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে।
আয়াত ৪২ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
قَالَ لَهُم مُّوسَىٰۤ أَلۡقُوا۟ مَاۤ أَنتُم مُّلۡقُونَ ٤٣
মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।
আয়াত ৪৩ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
فَأَلۡقَوۡا۟ حِبَالَهُمۡ وَعِصِیَّهُمۡ وَقَالُوا۟ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَـٰلِبُونَ ٤٤
অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব।
আয়াত ৪৪ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِیَ تَلۡقَفُ مَا یَأۡفِكُونَ ٤٥
অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল।
আয়াত ৪৫ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
فَأُلۡقِیَ ٱلسَّحَرَةُ سَـٰجِدِینَ ٤٦
তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।
আয়াত ৪৬ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
قَالُوۤا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَـٰلَمِینَ ٤٧
তারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
আয়াত ৪৭ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
رَبِّ مُوسَىٰ وَهَـٰرُونَ ٤٨
যিনি মূসা ও হারুনের রব।
আয়াত ৪৮ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِیرُكُمُ ٱلَّذِی عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَیۡدِیَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَـٰفࣲ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِینَ ٤٩
ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।
আয়াত ৪৯ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
قَالُوا۟ لَا ضَیۡرَۖ إِنَّاۤ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ ٥٠
তারা বলল, কোন ক্ষতি নেই। আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।
আয়াত ৫০ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
إِنَّا نَطۡمَعُ أَن یَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَـٰیَـٰنَاۤ أَن كُنَّاۤ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِینَ ٥١
আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।
আয়াত ৫১ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
۞ وَأَوۡحَیۡنَاۤ إِلَىٰ مُوسَىٰۤ أَنۡ أَسۡرِ بِعِبَادِیۤ إِنَّكُم مُّتَّبَعُونَ ٥٢
আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
আয়াত ৫২ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
فَأَرۡسَلَ فِرۡعَوۡنُ فِی ٱلۡمَدَاۤىِٕنِ حَـٰشِرِینَ ٥٣
অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
আয়াত ৫৩ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
إِنَّ هَـٰۤؤُلَاۤءِ لَشِرۡذِمَةࣱ قَلِیلُونَ ٥٤
নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
আয়াত ৫৪ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
وَإِنَّهُمۡ لَنَا لَغَاۤىِٕظُونَ ٥٥
এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
আয়াত ৫৫ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
وَإِنَّا لَجَمِیعٌ حَـٰذِرُونَ ٥٦
এবং আমরা সবাই সদা শংকিত।
আয়াত ৫৬ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
فَأَخۡرَجۡنَـٰهُم مِّن جَنَّـٰتࣲ وَعُیُونࣲ ٥٧
অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
আয়াত ৫৭ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
وَكُنُوزࣲ وَمَقَامࣲ كَرِیمࣲ ٥٨
এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।
আয়াত ৫৮ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
كَذَ ٰلِكَۖ وَأَوۡرَثۡنَـٰهَا بَنِیۤ إِسۡرَ ٰۤءِیلَ ٥٩
এরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।
আয়াত ৫৯ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
فَأَتۡبَعُوهُم مُّشۡرِقِینَ ٦٠
অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
আয়াত ৬০ | পৃষ্ঠা৩৬৯ | পারা ১৯
فَلَمَّا تَرَ ٰۤءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَـٰبُ مُوسَىٰۤ إِنَّا لَمُدۡرَكُونَ ٦١
যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
আয়াত ৬১ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
قَالَ كَلَّاۤۖ إِنَّ مَعِیَ رَبِّی سَیَهۡدِینِ ٦٢
মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।
আয়াত ৬২ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
فَأَوۡحَیۡنَاۤ إِلَىٰ مُوسَىٰۤ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقࣲ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِیمِ ٦٣
অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।
আয়াত ৬৩ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡـَٔاخَرِینَ ٦٤
আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
আয়াত ৬৪ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
وَأَنجَیۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥۤ أَجۡمَعِینَ ٦٥
এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
আয়াত ৬৫ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡـَٔاخَرِینَ ٦٦
অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।
আয়াত ৬৬ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
إِنَّ فِی ذَ ٰلِكَ لَـَٔایَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِینَ ٦٧
নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
আয়াত ৬৭ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِیزُ ٱلرَّحِیمُ ٦٨
আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত ৬৮ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
وَٱتۡلُ عَلَیۡهِمۡ نَبَأَ إِبۡرَ ٰهِیمَ ٦٩
আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
আয়াত ৬৯ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
إِذۡ قَالَ لِأَبِیهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ ٧٠
যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?
আয়াত ৭০ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
قَالُوا۟ نَعۡبُدُ أَصۡنَامࣰا فَنَظَلُّ لَهَا عَـٰكِفِینَ ٧١
তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।
আয়াত ৭১ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
قَالَ هَلۡ یَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ ٧٢
ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?
আয়াত ৭২ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
أَوۡ یَنفَعُونَكُمۡ أَوۡ یَضُرُّونَ ٧٣
অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?
আয়াত ৭৩ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
قَالُوا۟ بَلۡ وَجَدۡنَاۤ ءَابَاۤءَنَا كَذَ ٰلِكَ یَفۡعَلُونَ ٧٤
তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।
আয়াত ৭৪ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
قَالَ أَفَرَءَیۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ ٧٥
ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।
আয়াত ৭৫ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
أَنتُمۡ وَءَابَاۤؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ ٧٦
তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?
আয়াত ৭৬ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
فَإِنَّهُمۡ عَدُوࣱّ لِّیۤ إِلَّا رَبَّ ٱلۡعَـٰلَمِینَ ٧٧
বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।
আয়াত ৭৭ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
ٱلَّذِی خَلَقَنِی فَهُوَ یَهۡدِینِ ٧٨
যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
আয়াত ৭৮ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
وَٱلَّذِی هُوَ یُطۡعِمُنِی وَیَسۡقِینِ ٧٩
যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,
আয়াত ৭৯ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
وَإِذَا مَرِضۡتُ فَهُوَ یَشۡفِینِ ٨٠
যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
আয়াত ৮০ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
وَٱلَّذِی یُمِیتُنِی ثُمَّ یُحۡیِینِ ٨١
যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
আয়াত ৮১ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
وَٱلَّذِیۤ أَطۡمَعُ أَن یَغۡفِرَ لِی خَطِیۤـَٔتِی یَوۡمَ ٱلدِّینِ ٨٢
আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন।
আয়াত ৮২ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
رَبِّ هَبۡ لِی حُكۡمࣰا وَأَلۡحِقۡنِی بِٱلصَّـٰلِحِینَ ٨٣
হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
আয়াত ৮৩ | পৃষ্ঠা৩৭০ | পারা ১৯
وَٱجۡعَل لِّی لِسَانَ صِدۡقࣲ فِی ٱلۡـَٔاخِرِینَ ٨٤
এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
আয়াত ৮৪ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَٱجۡعَلۡنِی مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِیمِ ٨٥
এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
আয়াত ৮৫ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَٱغۡفِرۡ لِأَبِیۤ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّاۤلِّینَ ٨٦
এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
আয়াত ৮৬ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَلَا تُخۡزِنِی یَوۡمَ یُبۡعَثُونَ ٨٧
এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
আয়াত ৮৭ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
یَوۡمَ لَا یَنفَعُ مَالࣱ وَلَا بَنُونَ ٨٨
যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
আয়াত ৮৮ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
إِلَّا مَنۡ أَتَى ٱللَّهَ بِقَلۡبࣲ سَلِیمࣲ ٨٩
কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
আয়াত ৮৯ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِینَ ٩٠
জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
আয়াত ৯০ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَبُرِّزَتِ ٱلۡجَحِیمُ لِلۡغَاوِینَ ٩١
এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।
আয়াত ৯১ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَقِیلَ لَهُمۡ أَیۡنَ مَا كُنتُمۡ تَعۡبُدُونَ ٩٢
তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।
আয়াত ৯২ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
مِن دُونِ ٱللَّهِ هَلۡ یَنصُرُونَكُمۡ أَوۡ یَنتَصِرُونَ ٩٣
আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?
আয়াত ৯৩ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
فَكُبۡكِبُوا۟ فِیهَا هُمۡ وَٱلۡغَاوُۥنَ ٩٤
অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।
আয়াত ৯৪ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَجُنُودُ إِبۡلِیسَ أَجۡمَعُونَ ٩٥
এবং ইবলীস বাহিনীর সকলকে।
আয়াত ৯৫ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
قَالُوا۟ وَهُمۡ فِیهَا یَخۡتَصِمُونَ ٩٦
তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ
আয়াত ৯৬ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
تَٱللَّهِ إِن كُنَّا لَفِی ضَلَـٰلࣲ مُّبِینٍ ٩٧
আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
আয়াত ৯৭ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
إِذۡ نُسَوِّیكُم بِرَبِّ ٱلۡعَـٰلَمِینَ ٩٨
যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
আয়াত ৯৮ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَمَاۤ أَضَلَّنَاۤ إِلَّا ٱلۡمُجۡرِمُونَ ٩٩
আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
আয়াত ৯৯ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
فَمَا لَنَا مِن شَـٰفِعِینَ ١٠٠
অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
আয়াত ১০০ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَلَا صَدِیقٍ حَمِیمࣲ ١٠١
এবং কোন সহৃদয় বন্ধু ও নেই।
আয়াত ১০১ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
فَلَوۡ أَنَّ لَنَا كَرَّةࣰ فَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِینَ ١٠٢
হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।
আয়াত ১০২ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
إِنَّ فِی ذَ ٰلِكَ لَـَٔایَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِینَ ١٠٣
নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত ১০৩ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِیزُ ٱلرَّحِیمُ ١٠٤
আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত ১০৪ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
كَذَّبَتۡ قَوۡمُ نُوحٍ ٱلۡمُرۡسَلِینَ ١٠٥
নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।
আয়াত ১০৫ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ نُوحٌ أَلَا تَتَّقُونَ ١٠٦
যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?
আয়াত ১০৬ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
إِنِّی لَكُمۡ رَسُولٌ أَمِینࣱ ١٠٧
আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।
আয়াত ১০৭ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِیعُونِ ١٠٨
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত ১০৮ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
وَمَاۤ أَسۡـَٔلُكُمۡ عَلَیۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِیَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ ١٠٩
আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
আয়াত ১০৯ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِیعُونِ ١١٠
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত ১১০ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
۞ قَالُوۤا۟ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ ١١١
তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?
আয়াত ১১১ | পৃষ্ঠা৩৭১ | পারা ১৯
قَالَ وَمَا عِلۡمِی بِمَا كَانُوا۟ یَعۡمَلُونَ ١١٢
নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?
আয়াত ১১২ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
إِنۡ حِسَابُهُمۡ إِلَّا عَلَىٰ رَبِّیۖ لَوۡ تَشۡعُرُونَ ١١٣
তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!
আয়াত ১১৩ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
وَمَاۤ أَنَا۠ بِطَارِدِ ٱلۡمُؤۡمِنِینَ ١١٤
আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।
আয়াত ১১৪ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
إِنۡ أَنَا۠ إِلَّا نَذِیرࣱ مُّبِینࣱ ١١٥
আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।
আয়াত ১১৫ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
قَالُوا۟ لَىِٕن لَّمۡ تَنتَهِ یَـٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمَرۡجُومِینَ ١١٦
তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।
আয়াত ১১৬ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
قَالَ رَبِّ إِنَّ قَوۡمِی كَذَّبُونِ ١١٧
নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
আয়াত ১১৭ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
فَٱفۡتَحۡ بَیۡنِی وَبَیۡنَهُمۡ فَتۡحࣰا وَنَجِّنِی وَمَن مَّعِیَ مِنَ ٱلۡمُؤۡمِنِینَ ١١٨
অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।
আয়াত ১১৮ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
فَأَنجَیۡنَـٰهُ وَمَن مَّعَهُۥ فِی ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ١١٩
অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম।
আয়াত ১১৯ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
ثُمَّ أَغۡرَقۡنَا بَعۡدُ ٱلۡبَاقِینَ ١٢٠
এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।
আয়াত ১২০ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
إِنَّ فِی ذَ ٰلِكَ لَـَٔایَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِینَ ١٢١
নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত ১২১ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِیزُ ٱلرَّحِیمُ ١٢٢
নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত ১২২ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِینَ ١٢٣
আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
আয়াত ১২৩ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ ١٢٤
তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?
আয়াত ১২৪ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
إِنِّی لَكُمۡ رَسُولٌ أَمِینࣱ ١٢٥
আমি তোমাদের বিশ্বস্ত রসূল।
আয়াত ১২৫ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِیعُونِ ١٢٦
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত ১২৬ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
وَمَاۤ أَسۡـَٔلُكُمۡ عَلَیۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِیَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ ١٢٧
আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।
আয়াত ১২৭ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
أَتَبۡنُونَ بِكُلِّ رِیعٍ ءَایَةࣰ تَعۡبَثُونَ ١٢٨
তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?
আয়াত ১২৮ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ ١٢٩
এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?
আয়াত ১২৯ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِینَ ١٣٠
যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।
আয়াত ১৩০ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِیعُونِ ١٣١
অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
আয়াত ১৩১ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
وَٱتَّقُوا۟ ٱلَّذِیۤ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ ١٣٢
ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।
আয়াত ১৩২ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
أَمَدَّكُم بِأَنۡعَـٰمࣲ وَبَنِینَ ١٣٣
তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,
আয়াত ১৩৩ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
وَجَنَّـٰتࣲ وَعُیُونٍ ١٣٤
এবং উদ্যান ও ঝরণা।
আয়াত ১৩৪ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
إِنِّیۤ أَخَافُ عَلَیۡكُمۡ عَذَابَ یَوۡمٍ عَظِیمࣲ ١٣٥
আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।
আয়াত ১৩৫ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
قَالُوا۟ سَوَاۤءٌ عَلَیۡنَاۤ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَ ٰعِظِینَ ١٣٦
তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান।
আয়াত ১৩৬ | পৃষ্ঠা৩৭২ | পারা ১৯
إِنۡ هَـٰذَاۤ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِینَ ١٣٧
এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।
আয়াত ১৩৭ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
وَمَا نَحۡنُ بِمُعَذَّبِینَ ١٣٨
আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
আয়াত ১৩৮ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَـٰهُمۡۚ إِنَّ فِی ذَ ٰلِكَ لَـَٔایَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِینَ ١٣٩
অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত ১৩৯ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِیزُ ٱلرَّحِیمُ ١٤٠
এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত ১৪০ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِینَ ١٤١
সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
আয়াত ১৪১ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَـٰلِحٌ أَلَا تَتَّقُونَ ١٤٢
যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?
আয়াত ১৪২ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
إِنِّی لَكُمۡ رَسُولٌ أَمِینࣱ ١٤٣
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
আয়াত ১৪৩ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِیعُونِ ١٤٤
অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত ১৪৪ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
وَمَاۤ أَسۡـَٔلُكُمۡ عَلَیۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِیَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ ١٤٥
আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
আয়াত ১৪৫ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
أَتُتۡرَكُونَ فِی مَا هَـٰهُنَاۤ ءَامِنِینَ ١٤٦
তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?
আয়াত ১৪৬ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
فِی جَنَّـٰتࣲ وَعُیُونࣲ ١٤٧
উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?
আয়াত ১৪৭ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
وَزُرُوعࣲ وَنَخۡلࣲ طَلۡعُهَا هَضِیمࣱ ١٤٨
শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?
আয়াত ১৪৮ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
وَتَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُیُوتࣰا فَـٰرِهِینَ ١٤٩
তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।
আয়াত ১৪৯ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِیعُونِ ١٥٠
সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
আয়াত ১৫০ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
وَلَا تُطِیعُوۤا۟ أَمۡرَ ٱلۡمُسۡرِفِینَ ١٥١
এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;
আয়াত ১৫১ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
ٱلَّذِینَ یُفۡسِدُونَ فِی ٱلۡأَرۡضِ وَلَا یُصۡلِحُونَ ١٥٢
যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;
আয়াত ১৫২ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
قَالُوۤا۟ إِنَّمَاۤ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِینَ ١٥٣
তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।
আয়াত ১৫৩ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
مَاۤ أَنتَ إِلَّا بَشَرࣱ مِّثۡلُنَا فَأۡتِ بِـَٔایَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِینَ ١٥٤
তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর।
আয়াত ১৫৪ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
قَالَ هَـٰذِهِۦ نَاقَةࣱ لَّهَا شِرۡبࣱ وَلَكُمۡ شِرۡبُ یَوۡمࣲ مَّعۡلُومࣲ ١٥٥
সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের।
আয়াত ১৫৫ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
وَلَا تَمَسُّوهَا بِسُوۤءࣲ فَیَأۡخُذَكُمۡ عَذَابُ یَوۡمٍ عَظِیمࣲ ١٥٦
তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।
আয়াত ১৫৬ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
فَعَقَرُوهَا فَأَصۡبَحُوا۟ نَـٰدِمِینَ ١٥٧
তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল।
আয়াত ১৫৭ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِی ذَ ٰلِكَ لَـَٔایَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِینَ ١٥٨
এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত ১৫৮ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِیزُ ٱلرَّحِیمُ ١٥٩
আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত ১৫৯ | পৃষ্ঠা৩৭৩ | পারা ১৯
كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِینَ ١٦٠
লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
আয়াত ১৬০ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ ١٦١
যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?
আয়াত ১৬১ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
إِنِّی لَكُمۡ رَسُولٌ أَمِینࣱ ١٦٢
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
আয়াত ১৬২ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِیعُونِ ١٦٣
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত ১৬৩ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
وَمَاۤ أَسۡـَٔلُكُمۡ عَلَیۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِیَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ ١٦٤
আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তা দেবেন।
আয়াত ১৬৪ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَـٰلَمِینَ ١٦٥
সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
আয়াত ১৬৫ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَ ٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ ١٦٦
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
আয়াত ১৬৬ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
قَالُوا۟ لَىِٕن لَّمۡ تَنتَهِ یَـٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِینَ ١٦٧
তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে।
আয়াত ১৬৭ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
قَالَ إِنِّی لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِینَ ١٦٨
লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।
আয়াত ১৬৮ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
رَبِّ نَجِّنِی وَأَهۡلِی مِمَّا یَعۡمَلُونَ ١٦٩
হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
আয়াত ১৬৯ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
فَنَجَّیۡنَـٰهُ وَأَهۡلَهُۥۤ أَجۡمَعِینَ ١٧٠
অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।
আয়াত ১৭০ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
إِلَّا عَجُوزࣰا فِی ٱلۡغَـٰبِرِینَ ١٧١
এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।
আয়াত ১৭১ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
ثُمَّ دَمَّرۡنَا ٱلۡـَٔاخَرِینَ ١٧٢
এরপর অন্যদেরকে নিপাত করলাম।
আয়াত ১৭২ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
وَأَمۡطَرۡنَا عَلَیۡهِم مَّطَرࣰاۖ فَسَاۤءَ مَطَرُ ٱلۡمُنذَرِینَ ١٧٣
তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি-প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।
আয়াত ১৭৩ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
إِنَّ فِی ذَ ٰلِكَ لَـَٔایَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِینَ ١٧٤
নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
আয়াত ১৭৪ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِیزُ ٱلرَّحِیمُ ١٧٥
নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত ১৭৫ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
كَذَّبَ أَصۡحَـٰبُ لۡـَٔیۡكَةِ ٱلۡمُرۡسَلِینَ ١٧٦
বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
আয়াত ১৭৬ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
إِذۡ قَالَ لَهُمۡ شُعَیۡبٌ أَلَا تَتَّقُونَ ١٧٧
যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?
আয়াত ১৭৭ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
إِنِّی لَكُمۡ رَسُولٌ أَمِینࣱ ١٧٨
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
আয়াত ১৭৮ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِیعُونِ ١٧٩
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত ১৭৯ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
وَمَاۤ أَسۡـَٔلُكُمۡ عَلَیۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِیَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ ١٨٠
আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
আয়াত ১৮০ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
۞ أَوۡفُوا۟ ٱلۡكَیۡلَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلۡمُخۡسِرِینَ ١٨١
মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
আয়াত ১৮১ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
وَزِنُوا۟ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِیمِ ١٨٢
সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর।
আয়াত ১৮২ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
وَلَا تَبۡخَسُوا۟ ٱلنَّاسَ أَشۡیَاۤءَهُمۡ وَلَا تَعۡثَوۡا۟ فِی ٱلۡأَرۡضِ مُفۡسِدِینَ ١٨٣
মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।
আয়াত ১৮৩ | পৃষ্ঠা৩৭৪ | পারা ১৯
وَٱتَّقُوا۟ ٱلَّذِی خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِینَ ١٨٤
ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।
আয়াত ১৮৪ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
قَالُوۤا۟ إِنَّمَاۤ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِینَ ١٨٥
তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।
আয়াত ১৮৫ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
وَمَاۤ أَنتَ إِلَّا بَشَرࣱ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَـٰذِبِینَ ١٨٦
তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা-তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
আয়াত ১৮৬ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
فَأَسۡقِطۡ عَلَیۡنَا كِسَفࣰا مِّنَ ٱلسَّمَاۤءِ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِینَ ١٨٧
অতএব, যদি সত্যবাদী হও, তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও।
আয়াত ১৮৭ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
قَالَ رَبِّیۤ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ ١٨٨
শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।
আয়াত ১৮৮ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ یَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ یَوۡمٍ عَظِیمٍ ١٨٩
অতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আযাব।
আয়াত ১৮৯ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
إِنَّ فِی ذَ ٰلِكَ لَـَٔایَةࣰۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِینَ ١٩٠
নিশ্চয় এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
আয়াত ১৯০ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِیزُ ٱلرَّحِیمُ ١٩١
নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত ১৯১ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
وَإِنَّهُۥ لَتَنزِیلُ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ ١٩٢
এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।
আয়াত ১৯২ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِینُ ١٩٣
বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।
আয়াত ১৯৩ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِینَ ١٩٤
আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,
আয়াত ১৯৪ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
بِلِسَانٍ عَرَبِیࣲّ مُّبِینࣲ ١٩٥
সুস্পষ্ট আরবী ভাষায়।
আয়াত ১৯৫ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
وَإِنَّهُۥ لَفِی زُبُرِ ٱلۡأَوَّلِینَ ١٩٦
নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।
আয়াত ১৯৬ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
أَوَلَمۡ یَكُن لَّهُمۡ ءَایَةً أَن یَعۡلَمَهُۥ عُلَمَـٰۤؤُا۟ بَنِیۤ إِسۡرَ ٰۤءِیلَ ١٩٧
তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী-ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?
আয়াত ১৯৭ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
وَلَوۡ نَزَّلۡنَـٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِینَ ١٩٨
যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,
আয়াত ১৯৮ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
فَقَرَأَهُۥ عَلَیۡهِم مَّا كَانُوا۟ بِهِۦ مُؤۡمِنِینَ ١٩٩
অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না।
আয়াত ১৯৯ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
كَذَ ٰلِكَ سَلَكۡنَـٰهُ فِی قُلُوبِ ٱلۡمُجۡرِمِینَ ٢٠٠
এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
আয়াত ২০০ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
لَا یُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ یَرَوُا۟ ٱلۡعَذَابَ ٱلۡأَلِیمَ ٢٠١
তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।
আয়াত ২০১ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
فَیَأۡتِیَهُم بَغۡتَةࣰ وَهُمۡ لَا یَشۡعُرُونَ ٢٠٢
অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না।
আয়াত ২০২ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
فَیَقُولُوا۟ هَلۡ نَحۡنُ مُنظَرُونَ ٢٠٣
তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না?
আয়াত ২০৩ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
أَفَبِعَذَابِنَا یَسۡتَعۡجِلُونَ ٢٠٤
তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?
আয়াত ২০৪ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
أَفَرَءَیۡتَ إِن مَّتَّعۡنَـٰهُمۡ سِنِینَ ٢٠٥
আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দেই,
আয়াত ২০৫ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
ثُمَّ جَاۤءَهُم مَّا كَانُوا۟ یُوعَدُونَ ٢٠٦
অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে।
আয়াত ২০৬ | পৃষ্ঠা৩৭৫ | পারা ১৯
مَاۤ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُوا۟ یُمَتَّعُونَ ٢٠٧
তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?
আয়াত ২০৭ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
وَمَاۤ أَهۡلَكۡنَا مِن قَرۡیَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ ٢٠٨
আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।
আয়াত ২০৮ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَـٰلِمِینَ ٢٠٩
স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়।
আয়াত ২০৯ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّیَـٰطِینُ ٢١٠
এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
আয়াত ২১০ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
وَمَا یَنۢبَغِی لَهُمۡ وَمَا یَسۡتَطِیعُونَ ٢١١
তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ?451; রাখে না।
আয়াত ২১১ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ ٢١٢
তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।
আয়াত ২১২ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
فَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلۡمُعَذَّبِینَ ٢١٣
অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।
আয়াত ২১৩ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
وَأَنذِرۡ عَشِیرَتَكَ ٱلۡأَقۡرَبِینَ ٢١٤
আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।
আয়াত ২১৪ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِینَ ٢١٥
এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।
আয়াত ২১৫ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
فَإِنۡ عَصَوۡكَ فَقُلۡ إِنِّی بَرِیۤءࣱ مِّمَّا تَعۡمَلُونَ ٢١٦
যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।
আয়াত ২১৬ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِیزِ ٱلرَّحِیمِ ٢١٧
আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
আয়াত ২১৭ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
ٱلَّذِی یَرَىٰكَ حِینَ تَقُومُ ٢١٨
যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,
আয়াত ২১৮ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
وَتَقَلُّبَكَ فِی ٱلسَّـٰجِدِینَ ٢١٩
এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।
আয়াত ২১৯ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
إِنَّهُۥ هُوَ ٱلسَّمِیعُ ٱلۡعَلِیمُ ٢٢٠
নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
আয়াত ২২০ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّیَـٰطِینُ ٢٢١
আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?
আয়াত ২২১ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِیمࣲ ٢٢٢
তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।
আয়াত ২২২ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
یُلۡقُونَ ٱلسَّمۡعَ وَأَكۡثَرُهُمۡ كَـٰذِبُونَ ٢٢٣
তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
আয়াত ২২৩ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
وَٱلشُّعَرَاۤءُ یَتَّبِعُهُمُ ٱلۡغَاوُۥنَ ٢٢٤
বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
আয়াত ২২৪ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
أَلَمۡ تَرَ أَنَّهُمۡ فِی كُلِّ وَادࣲ یَهِیمُونَ ٢٢٥
তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
আয়াত ২২৫ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
وَأَنَّهُمۡ یَقُولُونَ مَا لَا یَفۡعَلُونَ ٢٢٦
এবং এমন কথা বলে, যা তারা করে না।
আয়াত ২২৬ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯
إِلَّا ٱلَّذِینَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِیرࣰا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُوا۟ۗ وَسَیَعۡلَمُ ٱلَّذِینَ ظَلَمُوۤا۟ أَیَّ مُنقَلَبࣲ یَنقَلِبُونَ ٢٢٧
তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।
আয়াত ২২৭ | পৃষ্ঠা৩৭৬ | পারা ১৯