আল ফাতিহা
الفاتحة
আল বাকারাহ
البقرة
আল ইমরান
آل عمران
আন নিসা
النساء
আল মায়িদাহ
المائدة
আল আনআম
الأنعام
আল আরাফ
الأعراف
আল আনফাল
الأنفال
আত তাওবাহ
التوبة
ইউনুস
يونس
হুদ
هود
ইউসুফ
يوسف
আর রাদ
الرعد
ইব্রাহিম
ابراهيم
আল হিজর
الحجر
আন নাহল
النحل
আল ইসরা
الإسراء
আল কাহফ
الكهف
মারইয়াম
مريم
তাহা
طه
আল আম্বিয়া
الأنبياء
আল হাজ্জ
الحج
আল মুমিনুন
المؤمنون
আন নূর
النور
আল ফুরকান
الفرقان
আশ শু'আরা
الشعراء
আন নামল
النمل
আল কাসাস
القصص
আল আনকাবুত
العنكبوت
আর রুম
الروم
লোকমান
لقمان
আস সাজদা
السجدة
আল আহযাব
الأحزاب
সাবা
سبإ
ফাতির
فاطر
ইয়া-সীন
يس
আস সাফফাত
الصافات
সাদ
ص
আয্-যুমার
الزمر
গাফির
غافر
হা-মীম আস সাজদা
فصلت
আশ শূরা
الشورى
আয্-যুখরুফ
الزخرف
আদ-দুখান
الدخان
আল জাসিয়া
الجاثية
আল আহকাফ
الأحقاف
মুহাম্মাদ
محمد
আল ফাতহ
الفتح
আল হুজুরাত
الحجرات
কাফ
ق
আয-যারিয়াত
الذاريات
আত্ব তূর
الطور
আন নজম
النجم
আল কামার
القمر
আর রহমান
الرحمن
আল ওয়াকিয়া
الواقعة
আল হাদীদ
الحديد
আল মুজাদালাহ
المجادلة
আল হাশর
الحشر
আল মুমতাহিনা
الممتحنة
আস সাফ
الصف
আল জুমু'আ
الجمعة
আল মুনাফিকুন
المنافقون
আত-তাগাবুন
التغابن
আত তালাক
الطلاق
আত তাহরীম
التحريم
আল মুলক
الملك
আল কলম
القلم
আল হাক্কা
الحاقة
আল মা'আরিজ
المعارج
নূহ
نوح
আল জিন
الجن
আল মুযযাম্মিল
المزمل
আল মুদ্দাসসির
المدثر
আল কিয়ামাহ
القيامة
আল ইনসান
الانسان
আল মুরসালাত
المرسلات
আন নাবা
النبأ
আন নাযিয়াত
النازعات
আবাসা
عبس
আত তাকভীর
التكوير
আল ইনফিতার
الإنفطار
আল মুতাফফিফিন
المطففين
আল ইনশিকাক
الإنشقاق
আল বুরুজ
البروج
আত তারিক
الطارق
আল আ'লা
الأعلى
আল গাশিয়া
الغاشية
আল ফাজর
الفجر
আল বালাদ
البلد
আশ শামস
الشمس
আল লাইল
الليل
আদ দোহা
الضحى
আল ইনশিরাহ
الشرح
আত তীন
التين
আল আলাক
العلق
আল কাদর
القدر
আল বাইয়্যিনাহ
البينة
আয যালযালাহ
الزلزلة
আল আদিয়াত
العاديات
আল কারিয়াহ
القارعة
আত তাকাসুর
التكاثر
আল আসর
العصر
আল হুমাযাহ
الهمزة
আল ফীল
الفيل
কুরাইশ
قريش
আল মাউন
الماعون
আল কাওসার
الكوثر
আল কাফিরুন
الكافرون
আন নাসর
النصر
আল মাসাদ
المسد
আল ইখলাস
الإخلاص
আল ফালাক
الفلق
আন নাস
الناس
অবতীর্ণ: মক্কী | আয়াত: ১৮২
وَٱلصَّـٰۤفَّـٰتِ صَفࣰّا ١
শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
আয়াত ১ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
فَٱلزَّ ٰجِرَ ٰتِ زَجۡرࣰا ٢
অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,
আয়াত ২ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
فَٱلتَّـٰلِیَـٰتِ ذِكۡرًا ٣
অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের-
আয়াত ৩ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
إِنَّ إِلَـٰهَكُمۡ لَوَ ٰحِدࣱ ٤
নিশ্চয় তোমাদের মাবুদ এক।
আয়াত ৪ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
رَّبُّ ٱلسَّمَـٰوَ ٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَیۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَـٰرِقِ ٥
তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।
আয়াত ৫ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
إِنَّا زَیَّنَّا ٱلسَّمَاۤءَ ٱلدُّنۡیَا بِزِینَةٍ ٱلۡكَوَاكِبِ ٦
নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
আয়াত ৬ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
وَحِفۡظࣰا مِّن كُلِّ شَیۡطَـٰنࣲ مَّارِدࣲ ٧
এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
আয়াত ৭ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
لَّا یَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَیُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبࣲ ٨
ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
আয়াত ৮ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
دُحُورࣰاۖ وَلَهُمۡ عَذَابࣱ وَاصِبٌ ٩
ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
আয়াত ৯ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابࣱ ثَاقِبࣱ ١٠
তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
আয়াত ১০ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَاۤۚ إِنَّا خَلَقۡنَـٰهُم مِّن طِینࣲ لَّازِبِۭ ١١
আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
আয়াত ১১ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
بَلۡ عَجِبۡتَ وَیَسۡخَرُونَ ١٢
বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
আয়াত ১২ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
وَإِذَا ذُكِّرُوا۟ لَا یَذۡكُرُونَ ١٣
যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
আয়াত ১৩ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
وَإِذَا رَأَوۡا۟ ءَایَةࣰ یَسۡتَسۡخِرُونَ ١٤
তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
আয়াত ১৪ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
وَقَالُوۤا۟ إِنۡ هَـٰذَاۤ إِلَّا سِحۡرࣱ مُّبِینٌ ١٥
এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।
আয়াত ১৫ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابࣰا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ١٦
আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
আয়াত ১৬ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
أَوَءَابَاۤؤُنَا ٱلۡأَوَّلُونَ ١٧
আমাদের পিতৃপুরুষগণও কি?
আয়াত ১৭ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَ ٰخِرُونَ ١٨
বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
আয়াত ১৮ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
فَإِنَّمَا هِیَ زَجۡرَةࣱ وَ ٰحِدَةࣱ فَإِذَا هُمۡ یَنظُرُونَ ١٩
বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।
আয়াত ১৯ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
وَقَالُوا۟ یَـٰوَیۡلَنَا هَـٰذَا یَوۡمُ ٱلدِّینِ ٢٠
এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।
আয়াত ২০ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
هَـٰذَا یَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِی كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ٢١
বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
আয়াত ২১ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
۞ ٱحۡشُرُوا۟ ٱلَّذِینَ ظَلَمُوا۟ وَأَزۡوَ ٰجَهُمۡ وَمَا كَانُوا۟ یَعۡبُدُونَ ٢٢
একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
আয়াত ২২ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَ ٰطِ ٱلۡجَحِیمِ ٢٣
আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
আয়াত ২৩ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ ٢٤
এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;
আয়াত ২৪ | পৃষ্ঠা৪৪৬ | পারা ২৩
مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ ٢٥
তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
আয়াত ২৫ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
بَلۡ هُمُ ٱلۡیَوۡمَ مُسۡتَسۡلِمُونَ ٢٦
বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
আয়াত ২৬ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضࣲ یَتَسَاۤءَلُونَ ٢٧
তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
আয়াত ২৭ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
قَالُوۤا۟ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡیَمِینِ ٢٨
বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
আয়াত ২৮ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
قَالُوا۟ بَل لَّمۡ تَكُونُوا۟ مُؤۡمِنِینَ ٢٩
তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
আয়াত ২৯ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
وَمَا كَانَ لَنَا عَلَیۡكُم مِّن سُلۡطَـٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمࣰا طَـٰغِینَ ٣٠
এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
আয়াত ৩০ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
فَحَقَّ عَلَیۡنَا قَوۡلُ رَبِّنَاۤۖ إِنَّا لَذَاۤىِٕقُونَ ٣١
আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
আয়াত ৩১ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
فَأَغۡوَیۡنَـٰكُمۡ إِنَّا كُنَّا غَـٰوِینَ ٣٢
আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
আয়াত ৩২ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
فَإِنَّهُمۡ یَوۡمَىِٕذࣲ فِی ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ ٣٣
তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
আয়াত ৩৩ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
إِنَّا كَذَ ٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِینَ ٣٤
অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
আয়াত ৩৪ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
إِنَّهُمۡ كَانُوۤا۟ إِذَا قِیلَ لَهُمۡ لَاۤ إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ یَسۡتَكۡبِرُونَ ٣٥
তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
আয়াত ৩৫ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
وَیَقُولُونَ أَىِٕنَّا لَتَارِكُوۤا۟ ءَالِهَتِنَا لِشَاعِرࣲ مَّجۡنُونِۭ ٣٦
এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
আয়াত ৩৬ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
بَلۡ جَاۤءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِینَ ٣٧
না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
আয়াত ৩৭ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
إِنَّكُمۡ لَذَاۤىِٕقُوا۟ ٱلۡعَذَابِ ٱلۡأَلِیمِ ٣٨
তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
আয়াত ৩৮ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٣٩
তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
আয়াত ৩৯ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِینَ ٤٠
তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
আয়াত ৪০ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
أُو۟لَـٰۤىِٕكَ لَهُمۡ رِزۡقࣱ مَّعۡلُومࣱ ٤١
তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
আয়াত ৪১ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
فَوَ ٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ ٤٢
ফল-মূল এবং তারা সম্মানিত।
আয়াত ৪২ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
فِی جَنَّـٰتِ ٱلنَّعِیمِ ٤٣
নেয়ামতের উদ্যানসমূহ।
আয়াত ৪৩ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
عَلَىٰ سُرُرࣲ مُّتَقَـٰبِلِینَ ٤٤
মুখোমুখি হয়ে আসনে আসীন।
আয়াত ৪৪ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
یُطَافُ عَلَیۡهِم بِكَأۡسࣲ مِّن مَّعِینِۭ ٤٥
তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
আয়াত ৪৫ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
بَیۡضَاۤءَ لَذَّةࣲ لِّلشَّـٰرِبِینَ ٤٦
সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
আয়াত ৪৬ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
لَا فِیهَا غَوۡلࣱ وَلَا هُمۡ عَنۡهَا یُنزَفُونَ ٤٧
তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
আয়াত ৪৭ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
وَعِندَهُمۡ قَـٰصِرَ ٰتُ ٱلطَّرۡفِ عِینࣱ ٤٨
তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
আয়াত ৪৮ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
كَأَنَّهُنَّ بَیۡضࣱ مَّكۡنُونࣱ ٤٩
যেন তারা সুরক্ষিত ডিম।
আয়াত ৪৯ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضࣲ یَتَسَاۤءَلُونَ ٥٠
অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
আয়াত ৫০ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
قَالَ قَاۤىِٕلࣱ مِّنۡهُمۡ إِنِّی كَانَ لِی قَرِینࣱ ٥١
তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
আয়াত ৫১ | পৃষ্ঠা৪৪৭ | পারা ২৩
یَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِینَ ٥٢
সে বলত, তুমি কি বিশ্বাস কর যে,
আয়াত ৫২ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابࣰا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَدِینُونَ ٥٣
আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?
আয়াত ৫৩ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ ٥٤
আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?
আয়াত ৫৪ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
فَٱطَّلَعَ فَرَءَاهُ فِی سَوَاۤءِ ٱلۡجَحِیمِ ٥٥
অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
আয়াত ৫৫ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِینِ ٥٦
সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
আয়াত ৫৬ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّی لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِینَ ٥٧
আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
আয়াত ৫৭ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
أَفَمَا نَحۡنُ بِمَیِّتِینَ ٥٨
এখন আমাদের আর মৃত্যু হবে না।
আয়াত ৫৮ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِینَ ٥٩
আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
আয়াত ৫৯ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِیمُ ٦٠
নিশ্চয় এই মহা সাফল্য।
আয়াত ৬০ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
لِمِثۡلِ هَـٰذَا فَلۡیَعۡمَلِ ٱلۡعَـٰمِلُونَ ٦١
এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।
আয়াত ৬১ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
أَذَ ٰلِكَ خَیۡرࣱ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ ٦٢
এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?
আয়াত ৬২ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
إِنَّا جَعَلۡنَـٰهَا فِتۡنَةࣰ لِّلظَّـٰلِمِینَ ٦٣
আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।
আয়াত ৬৩ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
إِنَّهَا شَجَرَةࣱ تَخۡرُجُ فِیۤ أَصۡلِ ٱلۡجَحِیمِ ٦٤
এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।
আয়াত ৬৪ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّیَـٰطِینِ ٦٥
এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
আয়াত ৬৫ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
فَإِنَّهُمۡ لَـَٔاكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ٦٦
কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।
আয়াত ৬৬ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَیۡهَا لَشَوۡبࣰا مِّنۡ حَمِیمࣲ ٦٧
তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
আয়াত ৬৭ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِیمِ ٦٨
অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।
আয়াত ৬৮ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
إِنَّهُمۡ أَلۡفَوۡا۟ ءَابَاۤءَهُمۡ ضَاۤلِّینَ ٦٩
তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
আয়াত ৬৯ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
فَهُمۡ عَلَىٰۤ ءَاثَـٰرِهِمۡ یُهۡرَعُونَ ٧٠
অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।
আয়াত ৭০ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِینَ ٧١
তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
আয়াত ৭১ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِیهِم مُّنذِرِینَ ٧٢
আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
আয়াত ৭২ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
فَٱنظُرۡ كَیۡفَ كَانَ عَـٰقِبَةُ ٱلۡمُنذَرِینَ ٧٣
অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
আয়াত ৭৩ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِینَ ٧٤
তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
আয়াত ৭৪ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
وَلَقَدۡ نَادَىٰنَا نُوحࣱ فَلَنِعۡمَ ٱلۡمُجِیبُونَ ٧٥
আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
আয়াত ৭৫ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
وَنَجَّیۡنَـٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِیمِ ٧٦
আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
আয়াত ৭৬ | পৃষ্ঠা৪৪৮ | পারা ২৩
وَجَعَلۡنَا ذُرِّیَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِینَ ٧٧
এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
আয়াত ৭৭ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
وَتَرَكۡنَا عَلَیۡهِ فِی ٱلۡـَٔاخِرِینَ ٧٨
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
আয়াত ৭৮ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
سَلَـٰمٌ عَلَىٰ نُوحࣲ فِی ٱلۡعَـٰلَمِینَ ٧٩
বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
আয়াত ৭৯ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
إِنَّا كَذَ ٰلِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ ٨٠
আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
আয়াত ৮০ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِینَ ٨١
সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।
আয়াত ৮১ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡـَٔاخَرِینَ ٨٢
অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
আয়াত ৮২ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
۞ وَإِنَّ مِن شِیعَتِهِۦ لَإِبۡرَ ٰهِیمَ ٨٣
আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।
আয়াত ৮৩ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
إِذۡ جَاۤءَ رَبَّهُۥ بِقَلۡبࣲ سَلِیمٍ ٨٤
যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
আয়াত ৮৪ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
إِذۡ قَالَ لِأَبِیهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ ٨٥
যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?
আয়াত ৮৫ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
أَىِٕفۡكًا ءَالِهَةࣰ دُونَ ٱللَّهِ تُرِیدُونَ ٨٦
তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?
আয়াত ৮৬ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَـٰلَمِینَ ٨٧
বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
আয়াত ৮৭ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَنَظَرَ نَظۡرَةࣰ فِی ٱلنُّجُومِ ٨٨
অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
আয়াত ৮৮ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَقَالَ إِنِّی سَقِیمࣱ ٨٩
এবং বললঃ আমি পীড়িত।
আয়াত ৮৯ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَتَوَلَّوۡا۟ عَنۡهُ مُدۡبِرِینَ ٩٠
অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
আয়াত ৯০ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَرَاغَ إِلَىٰۤ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ ٩١
অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?
আয়াত ৯১ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
مَا لَكُمۡ لَا تَنطِقُونَ ٩٢
তোমাদের কি হল যে, কথা বলছ না?
আয়াত ৯২ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَرَاغَ عَلَیۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡیَمِینِ ٩٣
অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
আয়াত ৯৩ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَأَقۡبَلُوۤا۟ إِلَیۡهِ یَزِفُّونَ ٩٤
তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।
আয়াত ৯৪ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ ٩٥
সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?
আয়াত ৯৫ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ ٩٦
অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।
আয়াত ৯৬ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
قَالُوا۟ ٱبۡنُوا۟ لَهُۥ بُنۡیَـٰنࣰا فَأَلۡقُوهُ فِی ٱلۡجَحِیمِ ٩٧
তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
আয়াত ৯৭ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَأَرَادُوا۟ بِهِۦ كَیۡدࣰا فَجَعَلۡنَـٰهُمُ ٱلۡأَسۡفَلِینَ ٩٨
তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।
আয়াত ৯৮ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
وَقَالَ إِنِّی ذَاهِبٌ إِلَىٰ رَبِّی سَیَهۡدِینِ ٩٩
সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
আয়াত ৯৯ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
رَبِّ هَبۡ لِی مِنَ ٱلصَّـٰلِحِینَ ١٠٠
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
আয়াত ১০০ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَبَشَّرۡنَـٰهُ بِغُلَـٰمٍ حَلِیمࣲ ١٠١
সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
আয়াত ১০১ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡیَ قَالَ یَـٰبُنَیَّ إِنِّیۤ أَرَىٰ فِی ٱلۡمَنَامِ أَنِّیۤ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ یَـٰۤأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِیۤ إِن شَاۤءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰبِرِینَ ١٠٢
অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
আয়াত ১০২ | পৃষ্ঠা৪৪৯ | পারা ২৩
فَلَمَّاۤ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِینِ ١٠٣
যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
আয়াত ১০৩ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَنَـٰدَیۡنَـٰهُ أَن یَـٰۤإِبۡرَ ٰهِیمُ ١٠٤
তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
আয়াত ১০৪ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡیَاۤۚ إِنَّا كَذَ ٰلِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ ١٠٥
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আয়াত ১০৫ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلۡبَلَـٰۤؤُا۟ ٱلۡمُبِینُ ١٠٦
নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
আয়াত ১০৬ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَفَدَیۡنَـٰهُ بِذِبۡحٍ عَظِیمࣲ ١٠٧
আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
আয়াত ১০৭ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَتَرَكۡنَا عَلَیۡهِ فِی ٱلۡـَٔاخِرِینَ ١٠٨
আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
আয়াত ১০৮ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
سَلَـٰمٌ عَلَىٰۤ إِبۡرَ ٰهِیمَ ١٠٩
ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
আয়াত ১০৯ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
كَذَ ٰلِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ ١١٠
এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আয়াত ১১০ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِینَ ١١١
সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।
আয়াত ১১১ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَبَشَّرۡنَـٰهُ بِإِسۡحَـٰقَ نَبِیࣰّا مِّنَ ٱلصَّـٰلِحِینَ ١١٢
আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
আয়াত ১১২ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَبَـٰرَكۡنَا عَلَیۡهِ وَعَلَىٰۤ إِسۡحَـٰقَۚ وَمِن ذُرِّیَّتِهِمَا مُحۡسِنࣱ وَظَالِمࣱ لِّنَفۡسِهِۦ مُبِینࣱ ١١٣
তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
আয়াত ১১৩ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ ١١٤
আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
আয়াত ১১৪ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَنَجَّیۡنَـٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِیمِ ١١٥
তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
আয়াত ১১৫ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَنَصَرۡنَـٰهُمۡ فَكَانُوا۟ هُمُ ٱلۡغَـٰلِبِینَ ١١٦
আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
আয়াত ১১৬ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَءَاتَیۡنَـٰهُمَا ٱلۡكِتَـٰبَ ٱلۡمُسۡتَبِینَ ١١٧
আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
আয়াত ১১৭ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَهَدَیۡنَـٰهُمَا ٱلصِّرَ ٰطَ ٱلۡمُسۡتَقِیمَ ١١٨
এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
আয়াত ১১৮ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَتَرَكۡنَا عَلَیۡهِمَا فِی ٱلۡـَٔاخِرِینَ ١١٩
আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
আয়াত ১১৯ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
سَلَـٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ ١٢٠
মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
আয়াত ১২০ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
إِنَّا كَذَ ٰلِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ ١٢١
এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আয়াত ১২১ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِینَ ١٢٢
তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
আয়াত ১২২ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
وَإِنَّ إِلۡیَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِینَ ١٢٣
নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
আয়াত ১২৩ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
إِذۡ قَالَ لِقَوۡمِهِۦۤ أَلَا تَتَّقُونَ ١٢٤
যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
আয়াত ১২৪ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
أَتَدۡعُونَ بَعۡلࣰا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَـٰلِقِینَ ١٢٥
তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
আয়াত ১২৫ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَاۤىِٕكُمُ ٱلۡأَوَّلِینَ ١٢٦
যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
আয়াত ১২৬ | পৃষ্ঠা৪৫০ | পারা ২৩
فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ١٢٧
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
আয়াত ১২৭ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِینَ ١٢٨
কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
আয়াত ১২৮ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
وَتَرَكۡنَا عَلَیۡهِ فِی ٱلۡـَٔاخِرِینَ ١٢٩
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,
আয়াত ১২৯ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
سَلَـٰمٌ عَلَىٰۤ إِلۡ یَاسِینَ ١٣٠
ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
আয়াত ১৩০ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
إِنَّا كَذَ ٰلِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ ١٣١
এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আয়াত ১৩১ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِینَ ١٣٢
সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
আয়াত ১৩২ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
وَإِنَّ لُوطࣰا لَّمِنَ ٱلۡمُرۡسَلِینَ ١٣٣
নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
আয়াত ১৩৩ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
إِذۡ نَجَّیۡنَـٰهُ وَأَهۡلَهُۥۤ أَجۡمَعِینَ ١٣٤
যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
আয়াত ১৩৪ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
إِلَّا عَجُوزࣰا فِی ٱلۡغَـٰبِرِینَ ١٣٥
কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।
আয়াত ১৩৫ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
ثُمَّ دَمَّرۡنَا ٱلۡـَٔاخَرِینَ ١٣٦
অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।
আয়াত ১৩৬ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَیۡهِم مُّصۡبِحِینَ ١٣٧
তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
আয়াত ১৩৭ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
وَبِٱلَّیۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ ١٣٨
এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?
আয়াত ১৩৮ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
وَإِنَّ یُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِینَ ١٣٩
আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
আয়াত ১৩৯ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ١٤٠
যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।
আয়াত ১৪০ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِینَ ١٤١
অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।
আয়াত ১৪১ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِیمࣱ ١٤٢
অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।
আয়াত ১৪২ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
فَلَوۡلَاۤ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِینَ ١٤٣
যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,
আয়াত ১৪৩ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
لَلَبِثَ فِی بَطۡنِهِۦۤ إِلَىٰ یَوۡمِ یُبۡعَثُونَ ١٤٤
তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
আয়াত ১৪৪ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
۞ فَنَبَذۡنَـٰهُ بِٱلۡعَرَاۤءِ وَهُوَ سَقِیمࣱ ١٤٥
অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।
আয়াত ১৪৫ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
وَأَنۢبَتۡنَا عَلَیۡهِ شَجَرَةࣰ مِّن یَقۡطِینࣲ ١٤٦
আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।
আয়াত ১৪৬ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
وَأَرۡسَلۡنَـٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلۡفٍ أَوۡ یَزِیدُونَ ١٤٧
এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
আয়াত ১৪৭ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
فَـَٔامَنُوا۟ فَمَتَّعۡنَـٰهُمۡ إِلَىٰ حِینࣲ ١٤٨
তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।
আয়াত ১৪৮ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ ١٤٩
এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।
আয়াত ১৪৯ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَـٰۤىِٕكَةَ إِنَـٰثࣰا وَهُمۡ شَـٰهِدُونَ ١٥٠
না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?
আয়াত ১৫০ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
أَلَاۤ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَیَقُولُونَ ١٥١
জেনো, তারা মনগড়া উক্তি করে যে,
আয়াত ১৫১ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَـٰذِبُونَ ١٥٢
আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
আয়াত ১৫২ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِینَ ١٥٣
তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?
আয়াত ১৫৩ | পৃষ্ঠা৪৫১ | পারা ২৩
مَا لَكُمۡ كَیۡفَ تَحۡكُمُونَ ١٥٤
তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?
আয়াত ১৫৪ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
أَفَلَا تَذَكَّرُونَ ١٥٥
তোমরা কি অনুধাবন কর না?
আয়াত ১৫৫ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
أَمۡ لَكُمۡ سُلۡطَـٰنࣱ مُّبِینࣱ ١٥٦
না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
আয়াত ১৫৬ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
فَأۡتُوا۟ بِكِتَـٰبِكُمۡ إِن كُنتُمۡ صَـٰدِقِینَ ١٥٧
তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
আয়াত ১৫৭ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَجَعَلُوا۟ بَیۡنَهُۥ وَبَیۡنَ ٱلۡجِنَّةِ نَسَبࣰاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ١٥٨
তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
আয়াত ১৫৮ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
سُبۡحَـٰنَ ٱللَّهِ عَمَّا یَصِفُونَ ١٥٩
তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
আয়াত ১৫৯ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِینَ ١٦٠
তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।
আয়াত ১৬০ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ ١٦١
অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
আয়াত ১৬১ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
مَاۤ أَنتُمۡ عَلَیۡهِ بِفَـٰتِنِینَ ١٦٢
তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
আয়াত ১৬২ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِیمِ ١٦٣
শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
আয়াত ১৬৩ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَمَا مِنَّاۤ إِلَّا لَهُۥ مَقَامࣱ مَّعۡلُومࣱ ١٦٤
আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
আয়াত ১৬৪ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّاۤفُّونَ ١٦٥
এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
আয়াত ১৬৫ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ ١٦٦
এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
আয়াত ১৬৬ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَإِن كَانُوا۟ لَیَقُولُونَ ١٦٧
তারা তো বলতঃ
আয়াত ১৬৭ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرࣰا مِّنَ ٱلۡأَوَّلِینَ ١٦٨
যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,
আয়াত ১৬৮ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِینَ ١٦٩
তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
আয়াত ১৬৯ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
فَكَفَرُوا۟ بِهِۦۖ فَسَوۡفَ یَعۡلَمُونَ ١٧٠
বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,
আয়াত ১৭০ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِینَ ١٧١
আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
আয়াত ১৭১ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ ١٧٢
অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
আয়াত ১৭২ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَـٰلِبُونَ ١٧٣
আর আমার বাহিনীই হয় বিজয়ী।
আয়াত ১৭৩ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِینࣲ ١٧٤
অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
আয়াত ১৭৪ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ یُبۡصِرُونَ ١٧٥
এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
আয়াত ১৭৫ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
أَفَبِعَذَابِنَا یَسۡتَعۡجِلُونَ ١٧٦
আমার আযাব কি তারা দ্রুত কামনা করে?
আয়াত ১৭৬ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَاۤءَ صَبَاحُ ٱلۡمُنذَرِینَ ١٧٧
অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
আয়াত ১৭৭ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِینࣲ ١٧٨
আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
আয়াত ১৭৮ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَأَبۡصِرۡ فَسَوۡفَ یُبۡصِرُونَ ١٧٩
এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
আয়াত ১৭৯ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
سُبۡحَـٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا یَصِفُونَ ١٨٠
পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
আয়াত ১৮০ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَسَلَـٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِینَ ١٨١
পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।
আয়াত ১৮১ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩
وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ ١٨٢
সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।
আয়াত ১৮২ | পৃষ্ঠা৪৫২ | পারা ২৩