سُورَةُ الانفِطَارِ

আল ইনফিতার - The Cleaving

অবতীর্ণ: মক্কী | আয়াত: ১৯

Bismillahir rahim

إِذَا ٱلسَّمَاۤءُ ٱنفَطَرَتۡ ١

যখন আকাশ বিদীর্ণ হবে,

আয়াত ১ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ٢

যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,

আয়াত ২ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ٣

যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

আয়াত ৩ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ٤

এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,

আয়াত ৪ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

عَلِمَتۡ نَفۡسࣱ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ٥

তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

আয়াত ৫ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

یَـٰۤأَیُّهَا ٱلۡإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِیمِ ٦

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?

আয়াত ৬ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

ٱلَّذِی خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

আয়াত ৭ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

فِیۤ أَیِّ صُورَةࣲ مَّا شَاۤءَ رَكَّبَكَ ٨

যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

আয়াত ৮ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّینِ ٩

কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।

আয়াত ৯ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

وَإِنَّ عَلَیۡكُمۡ لَحَـٰفِظِینَ ١٠

অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।

আয়াত ১০ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

كِرَامࣰا كَـٰتِبِینَ ١١

সম্মানিত আমল লেখকবৃন্দ।

আয়াত ১১ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

یَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢

তারা জানে যা তোমরা কর।

আয়াত ১২ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِی نَعِیمࣲ ١٣

সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।

আয়াত ১৩ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِی جَحِیمࣲ ١٤

এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;

আয়াত ১৪ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

یَصۡلَوۡنَهَا یَوۡمَ ٱلدِّینِ ١٥

তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।

আয়াত ১৫ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

وَمَا هُمۡ عَنۡهَا بِغَاۤىِٕبِینَ ١٦

তারা সেখান থেকে পৃথক হবে না।

আয়াত ১৬ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

وَمَاۤ أَدۡرَىٰكَ مَا یَوۡمُ ٱلدِّینِ ١٧

আপনি জানেন, বিচার দিবস কি?

আয়াত ১৭ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

ثُمَّ مَاۤ أَدۡرَىٰكَ مَا یَوۡمُ ٱلدِّینِ ١٨

অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?

আয়াত ১৮ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০

یَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسࣱ لِّنَفۡسࣲ شَیۡـࣰٔاۖ وَٱلۡأَمۡرُ یَوۡمَىِٕذࣲ لِّلَّهِ ١٩

যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।

আয়াত ১৯ | পৃষ্ঠা৫৮৭ | পারা ৩০