سُورَةُ الزَّلۡزَلَةِ

আয যালযালাহ - The Earthquake

অবতীর্ণ: মাদানী | আয়াত: ৮

Bismillahir rahim

إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا ١

যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,

আয়াত ১ | পৃষ্ঠা৫৯৯ | পারা ৩০

وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا ٢

যখন সে তার বোঝা বের করে দেবে।

আয়াত ২ | পৃষ্ঠা৫৯৯ | পারা ৩০

وَقَالَ ٱلۡإِنسَـٰنُ مَا لَهَا ٣

এবং মানুষ বলবে, এর কি হল ?

আয়াত ৩ | পৃষ্ঠা৫৯৯ | পারা ৩০

یَوۡمَىِٕذࣲ تُحَدِّثُ أَخۡبَارَهَا ٤

সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,

আয়াত ৪ | পৃষ্ঠা৫৯৯ | পারা ৩০

بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا ٥

কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।

আয়াত ৫ | পৃষ্ঠা৫৯৯ | পারা ৩০

یَوۡمَىِٕذࣲ یَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتࣰا لِّیُرَوۡا۟ أَعۡمَـٰلَهُمۡ ٦

সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।

আয়াত ৬ | পৃষ্ঠা৫৯৯ | পারা ৩০

فَمَن یَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَیۡرࣰا یَرَهُۥ ٧

অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে

আয়াত ৭ | পৃষ্ঠা৫৯৯ | পারা ৩০

وَمَن یَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةࣲ شَرࣰّا یَرَهُۥ ٨

এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।

আয়াত ৮ | পৃষ্ঠা৫৯৯ | পারা ৩০